করোনা সংক্রমণ বাড়ছে জেলায় : আতঙ্কিত মানুষকে সচেতন করছে প্রশাসন

26th July 2020 7:26 pm বাঁকুড়া
করোনা সংক্রমণ বাড়ছে জেলায় : আতঙ্কিত মানুষকে সচেতন করছে প্রশাসন


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : বাঁকুড়ায় বেশ কয়েকদিন ধরেই হু হু করে জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাঁকুড়ার বড়জোড়া ব্লকেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাঁকুড়ার বড়জোড়ায় রাজ্য সশস্ত্র বাহিনীর ক্যাম্পে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে প্রায় ৪১ জন পুলিশ কর্মী। বড়জোড়া ব্লকের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে প্রায় ৫০ জন। তাই শিল্পাঞ্চলে এখন আতঙ্কের থাবা বসিয়েছে করোনা । আর সেই আতঙ্ক থেকেই দুই  দিন দোকান বাজার বন্ধের ডাক দিয়েছে স্হানীয় বাজার কমিটি। বাঁকুড়া বড়জোড়া রাজ্য সড়কের উপর যানবাহন চলাচল করলেও রাস্তাঘাটে তেমন মানুষজন নেই বললেই চলে। এখন করোনা আতঙ্কে নিজেদের ঘর বন্দী করেছেন শিল্পাঞ্চল বাসি।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।